ভ্যাট ১৫ শতাংশই : মুহিত
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল শনিবার বলেছেন, নতুন ভ্যাট ও সম্পূরক শুল্ক আইন-২০১২ অনুযায়ী আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে যাওয়া পণ্য ও সেবার অভিন্ন মূল্য সংযোজন কর (ভ্যাট) ১৫ শতাংশ অপরিবর্তিত থাকবে।
গতকাল শনিবার সচিবালয়ে সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, ‘ভ্যাটমুক্ত বার্ষিক টার্নওভারের সীমা বাড়বে, কিন্তু আমরা ভ্যাটের হার ১৫ শতাংশই রাখব।’
অর্থমন্ত্রী বলেন, ‘৮০ লাখ টাকা পর্যন্ত বার্ষিক টার্নওভারের ক্ষেত্রে সর্বোচ্চ ৩ শতাংশ পর্যন্ত ভ্যাটের সীমা বাড়বে। অর্থাৎ আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদের বিশেষ ছাড় দিচ্ছি।’
মুহিত আরো বলেন, আগামী দু-একদিনের মধ্যে নতুন সীমা নির্ধারণ করা হবে।
১ জুন বাজেট ঘোষণা করা হবে এবং মানবসম্পদসহ বিভিন্ন খাতে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী।