আসছে বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ বিদ্যুতে : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী অর্থবছরের (২০১৭-১৮) বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ থাকছে বিদ্যুৎ খাতে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সম্পাদকদের সঙ্গে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী একথা বলেন।
মুহিত আরো বলেন, আসছে বাজেটে মানবসম্পদ উন্নয়ন খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে।
আলোচনায় টেলিভিশন ও বিভিন্ন দৈনিক পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
চলতি অর্থবছর (২০১৬-১৭) প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৪ শতাংশ যে নির্ধারণ করা হয়েছে, তা অর্জন হবে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, প্রবৃদ্ধির হার এটা ছাড়িয়ে যাবে।
আলোচনায় সম্পাদকদের পক্ষ থেকে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন সংশোধন করার ফলে বেসরকারি ব্যাংকগুলোতে সরকারি ব্যাংকগুলোর মতো অব্যবস্থাপনা তৈরি হতে পারে।