রপ্তানি আদেশ কমে গেছে : বাণিজ্যমন্ত্রী
অভ্যন্তরীণ সংকটের কারণেই বাংলাদেশের রপ্তানি খাত পিছিয়ে পড়ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, চলমান অবরোধে কাঁচামাল সরবরাহ ঠিক থাকলেও রপ্তানি আদেশ কমে গেছে।
আজ দুপুরে বিজিএমইএ সভা কক্ষে বিজিএমইএ ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউশন আয়োজিত এক সেমিনারে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।
‘ভারত ও ভিয়েতনামের সাথে ইউরোপীয় ইউনিয়নের অবাধ বাণিজ্য চুক্তির কারণে বাংলাদেশের রপ্তানিতে প্রভাব’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী, কিছু হতাশাগ্রস্ত লোক যারা সন্ত্রাস করে, নাশকতা করে, যারা জঙ্গি তৎপরতা সৃষ্টি করে তাদের সাথে (সরকারকে) এক কাতারে দাঁড় করাতে চায়।’
চলমান সংকট সমাধানে কোনো সন্ত্রাসীর সাথে সংলাপ সম্ভব নয় বলে মন্তব্য করেন তোফায়েল আহমেদ।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘বাংলাদেশের যে দক্ষ শ্রমিক রয়েছে তাতে ভিয়েতনাম বা ভারত হুমকি হবে না।’
সেমিনারে ইউরোপীয় ইউনিয়ন বা ক্রেতা দেশের সাথে রপ্তানি বাড়াতে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট বা অবাধ বাণিজ্য চুক্তি করার পরামর্শ দেন পোশাক খাতের সাথে সংশ্লিষ্টরা।
সেমিনারের সভাপতিত্ব করেন পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম।