ব্র্যাক ব্যাংকের ইপিএস বেড়েছে ৬%

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংকের চলতি হিসাব বছরের এপ্রিল-জুন প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮৬ পয়সা। তবে আগের হিসাব বছরের এই তিন মাসে ইপিএস ছিল ৮১ পয়সা, অর্থাৎ আগের বছরের চেয়ে চলতি বছরের এ সময়ে ইপিএস বেড়েছে ৬ শতাংশ। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে (জানুয়ারি-জুন) কোম্পানিটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে এক টাকা ৪৪ পয়সা, যা আগের হিসাব বছরের এই ছয় মাসে ছিল এক টাকা ৬০ পয়সা।
চলতি বছরের অর্ধবার্ষিকে এর শেয়ারপ্রতি নগদ তারল্যপ্রবাহ দাঁড়িয়েছে দুই টাকা ৪৩ পয়সা, যা আগের বছরের এ সময়ে দাঁড়ায় ১০ টাকা ৯৩ পয়সা।
চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৬ টাকা ৪৭ পয়সা, যা আগের বছরের এ সময়ে ছিল ২৭ টাকা।
কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এই হিসাব বছরে কোম্পানির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২০৫ কোটি ১৩ লাখ ২০ হাজার টাকা, ইপিএস তিন টাকা ১৩ পয়সা ও এনএভি ২৭ টাকা ১৬ পয়সা।
২০১৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানির পক্ষ থেকে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়া হয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৪১ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকা, ইপিএস তিন টাকা ২০ পয়সা ও শেয়ারপ্রতি এনএভি ২৯ টাকা ৩৮ পয়সা।
গত এক মাসের মধ্যে কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৩৭ টাকা ৯০ পয়সা ও সর্বোচ্চ ৪১ টাকা ২০ পয়সা। গতকাল লেনদেন শেষে এর দাম দাঁড়ায় ৪০ টাকা ৫০ পয়সা। আজ এর দামে নিম্নগামী প্রবণতা দেখা গেছে।