সূচকের উত্থান, লেনদেন ৫৪০ কোটি টাকা

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে আজ বৃহস্পতিবারের (১০ এপ্রিল) লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯ দশমিক ১৮ পয়েন্ট। এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন ৫৪০ কোটি টাকার ঘরে চলে এসেছে। আগের কর্মদিবস বুধবারের তুলনায় আজ বাজারে মূলধন কমেছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার কেনার চাপে ডিএসইতে আজ লেনদেন শুরুতে প্রধান সূচক উত্থানে অবস্থান করে। লেনদেন শুরুর প্রথম ৩১ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৩৬ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ কমে আসে। লেনদেন শেষে সূচক ডিএসইএক্স উত্থান হয়েছে ৯ দশমিক ১৮ পয়েন্ট। দিনশেষে সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ২০৫ দশমিক ২৩ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক তিন দশমিক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৭২ দশমিক ৯৫ পয়েন্টে। এদিন ডিএস৩০ সূচক পাঁচ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯২৭ দশমিক ৯০ পয়েন্টে।
গতকাল বুধবার (৯ এপ্রিল) লেনদেন হয়েছিল ৫২৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ৫৪০ কোটি ১৬ লাখ টাকার। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি লেনদেন হয়েছিল ৬০৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭১ হাজার ৬৪৩ কোটি ৮১ লাখ টাকা। আগের কর্মদিবসে বুধবার মূলধন ছিল ছয় লাখ ৭৩ হাজার ৪৪০ কোটি ৭৬ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ১৬৮টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৭৮টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। কোম্পানিটির ৩৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিচ হ্যাচারির ২১ কোটি ৯০ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ১৭ কোটি ৪১ লাখ টাকা, সান লাইফ ইন্স্যুরেন্সের ১৬ কোটি ৪৯ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৪ কোটি ৫৩ লাখ টাকা, এবিবি ফার্স্ট ফান্ডের ১১ কোটি ৩৪ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকের ১০ কোটি ৪১ লাখ টাকা, লাফার্জহোলসিমের ১০ কোটি ১০ লাখ টাকা, জিপিএইচ ইস্পাতের আট কোটি ১৭ লাখ টাকা এবং নাভানা ফার্মার সাত কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে ফাস ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে সাত দশমিক ৫০ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন কেবলসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯১ শতাংশ।