অর্ধবার্ষিকে ওয়াটা কেমিক্যালের ইপিএস কমেছে ১৩%

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে (জানুয়ারি-জুন) শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ১৩ দশমিক ৩ শতাংশ। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের এপ্রিল-জুন সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে এক টাকা ২১ পয়সা। তবে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল এক টাকা ২৩ পয়সা। অর্ধবার্ষিকে ইপিএস হয়েছে দুই টাকা ১৫ পয়সা, যা আগের বছরের এই ছয় মাসে হয় দুই টাকা ৪৮ পয়সা।
চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ তারল্যপ্রবাহ দাঁড়িয়েছে দুই টাকা ৩৪ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময় দাঁড়ায় তিন টাকা এক পয়সা। আর চলতি হিসাব বছরের প্রথম ছয় মাসে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭৯ টাকা ৬০ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময় দাঁড়ায় ৭৭ টাকা ৮৫ পয়সা।
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মুনাফা কমেছে ২৪ শতাংশ। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭৪ লাখ ৯০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) এক টাকা ১৯ পয়সা। তবে আগের হিসাব বছরের একই সময়ে এর মুনাফা হয়েছে ৯৮ লাখ ৮০ হাজার টাকা ও ইপিএস এক টাকা ৫৬ পয়সা।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৫ শতাংশ নগদ ও ২৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে। এই হিসাব বছরে এর কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে তিন কোটি ৬৫ লাখ ৭০ হাজার টাকা, ইপিএস পাঁচ টাকা ৭৯ পয়সা ও এনএভি ৯৭ টাকা ৩২ পয়সা।
১৯৯২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির শেয়ার দীর্ঘদিন ওভার দ্য কাউন্টার মার্কেটে লেনদেন হয়েছে। বর্তমানে বাজারে এর ৭৮ লাখ ৯৭ হাজার ৫০০টি শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকের কাছে ৩৯ দশমিক ৮২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৩২ দশমিক ৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ২৭ দশমিক ৮৮ শতাংশ শেয়ার।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১৫১ টাকা ১০ পয়সা ও সর্বোচ্চ ১৬৮ টাকা ৯০ পয়সা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ৩৪ দশমিক ২৪।