পোশাক রপ্তানির লক্ষ্যে রোডম্যাপ উত্থাপন করবে বিজিএমইএ
২০২১ সালের মধ্যে ৫০০ কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানির লক্ষ্যে নির্ধারণ করেছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারাস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। এ লক্ষ্যে ৬ আগস্ট থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া অ্যাপারেল অ্যান্ড সেফটি এক্সপো-২০১৫ তে একটি রোডম্যাপ উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন বিজিএমইএ নেতারা।
বিজিএমইএ চট্টগ্রাম কার্যালয়ে আজ মঙ্গলবার দুপুরে আয়োজিত সাংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়, যেসব সমস্যা পোশাক রপ্তানিতে প্রধান অন্তরায় সেগুলো এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে। এসব বাধা থেকে বেরিয়ে আসার একটি রোডম্যাপ চট্টগ্রামে এই এক্সপো থেকে সরকারের সামনে তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে বিজিএমইএর সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী,বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড সেফটি এক্সপো ২০১৫-এর প্রধান সমন্বয়কারী এ এন এম সাইফুদ্দিন বক্তব্য দেন।
চট্টগ্রামে হোটেল রেডিসন ব্লু-তে ৬ আগস্ট থেকে তিনদিনব্যাপী মেলায় স্টল থাকবে ৭৩টি। এর মধ্যে ১৭টি তৈরি পোশাক, ১৮টি মেশিনারি, ২৫টি অগ্নি নিরাপত্তা সামগ্রীসংশ্লিষ্ট স্টল থাকবে।
মেলায় পোশাক খাতে বিনিয়োগ ও শ্রম নিরাপত্তা শীর্ষক চারটি পৃথক সেমিনার অনুষ্ঠিত হবে। এ ছাড়া গার্মেন্টস শিল্পে নানা সমস্যা, সংকট সমাধান ও চট্টগ্রামকে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছে বিজিএমইএ।