স্মার্টফোন ‘স্টাইলাস’ বাজারে ছাড়বে এসিআই
ইলেকট্রনিকস ব্যবসার সম্প্রসারণ করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এসিআই লিমিটেড। কোম্পানির পরিচালনা পর্ষদ ‘স্টাইলাস’ নামে স্মার্ট ও ফিচার মোবাইল হ্যান্ডসেট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি কর্তৃপক্ষ তাদের প্রযুক্তি খাতের ব্যবসার উৎকর্ষ সাধনের মাধ্যমে ২০১৬ সালের মধ্যে ৭২ কোটি টাকার স্টাইলাস মোবাইল হ্যান্ডসেট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
ডিএসইতে এসিআই লিমিটেডের শেয়ারের দাম গত এক মাসে সর্বনিম্ন ছিল ৫৬২ টাকা ৭০ পয়সা ও সর্বোচ্চ ৬৩৯ টাকা ১০ পয়সা।
চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে (জানুয়ারি-জুন) কোম্পানিটি সমন্বিত কর-পরবর্তী মুনাফা করেছে ২৩৯ কোটি ৮৭ লাখ ৮০ হাজার টাকা ও ইপিএস দাঁড়িয়েছে ৬০ টাকা ২৮ পয়সা।