মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড ‘স্টাইলাস’ এনেছে এসিআই
‘স্টাইলাস’ নামক মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড এনেছে দেশের অন্যতম শীর্ষ শিল্প গ্রুপ এসিআই। সম্প্রতি স্মাটফোন এবং ফিচার ফোনের মোড়ক উম্মোচনের মাধ্যমে এর যাত্রা শুরু হলো।
এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস এর নির্বাহী পরিচালক সৈয়দ আলমগীর বলেন, ফার্মাসিউটিক্যালস, এগ্রোবিজনেস, কনজ্যুমার ব্র্যান্ডস এবং চেইনশপ স্বপ্ন এর সাফল্যের পর টেকনোলজি ইন্ডাস্ট্রিতেও নিজেদের অবস্থান বিস্তৃত করেছে এসিআই গ্রুপ। দেশের মানুষের জীবনমান উন্নয়নে হালনাগাদ টেলিকমিউনিকেশন প্রযুক্তি ‘স্টাইলাস’ ভূমিকা রাখবে বলে তিনি জানান।
এসিআইয়ের বিজনেস ম্যানেজার রফিক উদ্দিন বলেন, প্রতিনিয়ত পরিবর্তনশীল প্রযুক্তিপণ্য, উন্নতমান এবং সর্বোচ্চ বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের সব ধরনের গ্রাহকদের প্রয়োজন বিবেচনায় রেখে প্রতিটি স্টাইলাস হ্যান্ডসেট মডেল নকশা করা হয়েছে।
বাজারে আসা ‘স্টাইলাসে’র দুটি স্মার্টফোনের মধ্যে একটি অক্টাকোর প্রসেসর ও ৪০০০ এমএএইচ ব্যাটারি সম্পন্ন, যা দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার প্রত্যাশীদের প্রথম পছন্দের তালিকায় থাকবে। এই ০৬৫ মডেলটির সঙ্গে বিনামূল্যে দেওয়া হবে একটি আকর্ষণীয় ‘স্মার্ট ফ্লিপ কাভার’। অপর স্মার্টফোনটি কিউ৭৫ কোয়াডকোর প্রসেসর এবং অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ললিপপসহ ৫ ইঞ্চি এইচডিডিসপ্লের।
স্টাইলাসের ফিচার ফোন পি৭৬ ২.৮ ইঞ্চি জাভা, ১২৮/৬৪ মেমরি সম্পন্ন। এর ব্যবহারকারীরা স্মার্টফোনের মত ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ সংযুক্ত থাকতে পারবেন।
এসি আইয়ের পক্ষ থেকে জানানো হয়, শিগগিরই আকর্ষনীয় ফিচারের বেশ কয়েকটি স্মার্টফোন ও ফিচারফোন বাজারে আসবে। এসব মোবাইল হ্যান্ডসেটে গ্রাহকদের প্রত্যাশার প্রতিফলন থাকবে।
বর্তমানে শুধুমাত্র ঢাকা এবং চট্টগ্রামের মোবাইল শপগুলোতে ‘স্টাইলাস’ পাওয়া যাচ্ছে। তবে শিগগিরই সারাদেশের সব মোবাইলফোন আউটলেট থেকে গ্রাহকরা ‘স্টাইলাস’ হ্যান্ডসেট কিনতে পারবেন।