বাংলাদেশ ব্যাংকে রিজার্ভের নতুন রেকর্ড
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো দুই হাজার ৬০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। এর মাধ্যমে রিজার্ভের ক্ষেত্রে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন একটি রেকর্ড গড়ল বাংলাদেশ ব্যাংক।
গতকাল সোমবার দিনশেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়ায় দুই হাজার ৬০৩ কোটি মার্কিন ডলার। গত বছরের একই সময়ে রিজার্ভের পরিমাণ ছিল দুই হাজার ২১০ কোটি মার্কিন ডলার। রিজার্ভের পরিমাণ বেড়েছে ১৭ দশমিক ৮ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক সূত্রে গেছে, বর্তমান রিজার্ভ দিয়ে দেশের সাত মাসের অধিক সময়ের আমদানি ব্যয় পরিশোধ করা সম্ভব। চলতি বছরের ২৫ জুন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দুই হাজার ৫০০ কোটি মার্কিন ডলার অতিক্রম করেছিল।
বাংলাদেশ ব্যাংকের দাবি, সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপের ফলে মার্কিন ডলারের বিপরীতে টাকার স্থিতিশীল বিনিময় হার বজায় থাকা, বাংলাদেশ ব্যাংকের রপ্তানি সহায়তা তহবিলের পরিমাণ ও ব্যবহারের আওতা সম্প্রসারণ করা এবং রপ্তানিকারকদের দেওয়া সরকারের বিভিন্ন প্রণোদনার ফলে রপ্তানি আয় বাড়ছে। এ ছাড়া প্রবাসী আয়ের সন্তোষজনক প্রবাহ অব্যাহত থাকা, বৈদেশিক সরাসরি বিনিয়োগ ও বেসরকারি খাতের মাধ্যমে বিদেশি উৎস থেকে অর্থায়নের পরিমাণ বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রার অন্তঃপ্রবাহ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে আরো জানা গেছে, খাদ্য আমদানির পরিমাণ কমাসহ আন্তর্জাতিক বাজারে খাদ্যদ্রব্য ও জ্বালানির দাম কমেছে। তাই আমদানির পরিমাণ বাড়লেও এসব পণ্যের মূল্যহ্রাসের কারণে সার্বিকভাবে কমেছে আমদানি ব্যয়। বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়াতে এটি সহায়ক ভূমিকা রেখেছে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভে বর্তমানে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান। ভারতের রিজার্ভ স্থিতি ৩৫ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার এবং তৃতীয় অবস্থানে পাকিস্তানের এক হাজার ৮০৮ কোটি মার্কিন ডলার।