কর্মী নিতে প্রস্তাব দেবে ইতালি : প্রবাসীকল্যাণমন্ত্রী
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, কোন খাতে কতজন কর্মী বা শ্রমিক প্রয়োজন, তার প্রস্তাব পাঠাবে ইতালি। আজ বৃহস্পতিবার ইতালির পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী বিনিডিত্ত ডেল্লা ভিডোভার সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রী।
প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘নিদির্ষ্ট সময়ে জন্য কর্মী নেবে ইতালি। কোন খাতে কতজন কর্মী লাগবে, তার প্রস্তাব দিতে বলেছি। বলেছি, কর্মী নেওয়ার আগে তাদের প্রশিক্ষক পাঠাতে। যেন বাংলাদেশের প্রশিক্ষকদের সঙ্গে তারাও শ্রমিকদের প্রশিক্ষণ দিতে পারে এবং দক্ষতার বিষয়টি যাচাই করতে পারে। যাতে তারা ক্ষতিগ্রস্ত না হয়, আর আমাদের শ্রমকিদেরও কোনো ক্ষতি না হয়।’
ইতালি যেতে শ্রমিকদের কোনো খরচ লাগবে না বলে জানিয়ে মন্ত্রী বলেন, ‘পুরো বিষয়টি নিয়ে ডাটাবেজ প্রস্তুত করা হয়েছে। তাতে মি. ভিডোভা খুশি হয়েছেন এবং সম্মতি জানিয়েছেন। তিনি ইতালিতে ফিরেই দেশটির সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। এরপর তাঁদের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে, যারা আমাদের প্রশিক্ষণ সক্ষমতা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিষয়ে খোঁজ-খবর নেবে।’
এর আগে কর্মী নিতে ইতালি কখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি এবং কোনো সমঝোতা চুক্তিও হয়নি বলে জানান খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘এবার চুক্তির মাধ্যমে সঠিক পদ্ধতি অনুসরণ করে কর্মী পাঠাব।’
বৈঠকে আলোচনার বিষয়ে ইতালির পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী বিনিডিত্ত ডেল্লা ভিডোভা বলেন, ইতালিতে বাংলাদেশের অনেক কর্মী রয়েছেন, তাঁরা শান্তিপ্রিয় ও ভালো কাজ করেন। তাঁদের দ্বারা আমাদের তেমন কোনো সমস্যা হচ্ছে না। ফলে আমরা কর্মী নেওয়ার ব্যাপারে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা করেছি। আশা করছি, ইতালিতে বিদেশি কর্মীদের সংখ্যা বছর বছর আরো বাড়বে।’
ইতালিতে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি রয়েছেন; পাশাপাশি যেসব বাংলাদেশি সমস্যায় পড়ে নিকটবর্তী দেশগুলো থেকে ইতালি প্রবেশ করছেন, তাঁদের বৈধতা দেওয়ার ব্যাপারে শিগগিরই কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ভিডোভা বলেন, ‘অকপটেই বলছি, দুর্ভাগ্যবশত, গত চার-পাঁচ বছর অর্থনৈতিক মন্দার কারণে আমাদের বিদেশি কর্মী কম ছিল। আমরা কিছু সাধারণ সমস্যা নিরসনের চেষ্টা করছি। পাশপাশি আঞ্চলিক অর্থনীতি পুনরুদ্ধারের জন্য অপেক্ষা করছি। বিদেশি কর্মী নিতে প্রয়োজনীয় ব্যবস্থাপনার চেষ্টা করছি। এর মধ্যে বাংলাদেশও রয়েছে। যদি সম্ভব হয় এ দেশ থেকেও কর্মী নিতে পারব বলে আশা করছি।’
তবে অবৈধ অভিবাসীদের বৈধতার ব্যাপারে আপাতত তাঁদের সরকার ইতিবাচক কোনো পদক্ষেপ নিতে পারবে না বলেই ইঙ্গিত দিয়েছেন ভিডোভা।
এ ব্যাপারে বৈঠকের আলোচনার প্রসঙ্গ তুলে ধরে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘ইতালির প্রতিনিধিরা বাংলাদেশিদের অবৈধ্যভাবে অবস্থানের বিষয়টি এড়িয়ে গেছেন।’