উত্তরা ব্যাংকের ইপিএস ৮৬ পয়সা

শেয়ারবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংকের চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৮৬ পয়সা। আগের হিসাব বছরের এই তিন মাসে ইপিএস দাঁড়ায় ৫৯ পয়সা। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের জানুয়ারি-সেপ্টেম্বর প্রান্তিকে এই ব্যাংকের ইপিএস হয়েছে দুই টাকা ৯১ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে হয় দুই টাকা ৩৯ পয়সা।
চলতি বছরের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩২ টাকা ৮৯ পয়সা। তবে আগের বছর সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি এনএভি দাঁড়ায় ২৯ টাকা ৫৮ পয়সা।
২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া হিসাব বছরে কোম্পানির পক্ষ থেকে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে এই হিসাব বছরে কোম্পানির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৪০ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকা, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৩০ টাকা ৫৪ পয়সা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) তিন টাকা ৫১ পয়সা।
গত এক মাসের মধ্যে এ কোম্পানির শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ২১ টাকা ২০ পয়সা ও সর্বোচ্চ ২৩ টাকা ৭০ পয়সা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ৫ দশমিক ৫৪।
১৯৮৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধন ৬০০ কোটি টাকা। ৪০০ কোটি টাকা পরিশোধিত মূলধনের ৪০ কোটি ৮০ হাজার ৩৩৭টি শেয়ার বাজারে রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ১২ দশমিক ৫৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৪ দশমিক ৭২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৭২ দশমিক ৭২ শতাংশ শেয়ার। কোম্পানিটির রিজার্ভ ৮২১ কোটি ৫৭ লাখ টাকা।