তৃতীয় তলা থেকে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি, মাদক মামলায় আটক ভারতীয় অভিনেতা

মাদক সেবন সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়েছেন মালয়ালম সিনে ইন্ডাস্ট্রির অভিনেতা টম চাকো। শনিবার (২০ এপ্রিল) টমকে গ্রেপ্তার করা হয়।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গত বুধবার (১৬ এপ্রিল) রাতে কোচির একটি হোটেলে ড্রাগবিরোধী অভিযানের সময় অভিনেতা শাইন টম চাকো একটি কক্ষে ছিলেন। পুলিশ কক্ষে কড়া নাড়তেই তিনি হোটেলের তৃতীয় তলা থেকে নিচের পুল এলাকার দিকে লাফিয়ে পালিয়ে যান। যদিও অভিযানে কোনো মাদকদ্রব্য উদ্ধার হয়নি, তবে তার পালানোর চেষ্টা পুলিশের সন্দেহ আরও বাড়িয়ে তোলে।
শনিবার সকালে এর্নাকুলাম নর্থ টাউন পুলিশ স্টেশনে আইনজীবীকে সঙ্গে নিয়ে এসেছিলেন তিনি। উচ্চপদস্থ পুলিশকর্তার উপস্থিতিতে তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি। হোটেলে থাকার কথা স্বীকার করলেও অভিনেতার দাবি, তিনি বোঝেননি যে পুলিশ অভিযান চালিয়েছে। ভয় পেয়েই তিনি পালিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ। তার পালিয়ে যাওয়ার ছবি ধরা পড়েছিল সিসিটিভি ক্যামেরায়।
সম্প্রতি অভিনেত্রী ভিন্সি অ্যালোশিয়াস মালালায় ফিল্ম চেম্বারে অভিযোগ করেন যে, শুটিং সেটে শাইন টম চাকো তার সঙ্গে মাদক গ্রহণের প্রভাবে অশোভন আচরণ করেছিলেন। এই ঘটনা ঘটেছিল তাদের আসন্ন সিনেমা ‘সূত্রবাক্যম’ এর শুটিং চলাকালে।
এর আগে ২০১৫ সালেও এই অভিনেতার নাম জড়িয়েছিল মাদক মামলায়। যদিও চলতি বছরেই ওই মামলায় বেকসুর খালাস পেয়েছিলেন টম চাকো।