বিয়ে করছেন সামান্থা, পাত্র আলোচিত পরিচালক?

সামান্থা রুথ প্রভুর জীবনে অভিনেতা নাগা চৈতন্য এখন ইতিহাস। সে কারণে নতুন প্রেমে মজেছেন এই অভিনেত্রী। নাগার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নাকি রাজ-ডিকে জুটির রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন সামান্থা। আর সে কারণে রাজের সঙ্গে পর পর কাজ করছেন তিনি।
ভারতীয় একাধিক গণমাধ্যমের খবর, গেল বছরের নভেম্বরে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া রাজ এবং ডিকের পরিচালনায় ‘সিটাডেল: হানি বানি’ ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গেছে সামান্থাকে। শুধু তাই নয়, ২০২১ সালে রাজ-ডিকে পরিচালিত ‘দ্য ফ্যামিলি ম্যান’ দ্বিতীয় সিজনেও অভিনয় করেন সামান্থা।
এদিকে, আগামী ৯ মে সামান্থার প্রযোজনায় প্রথম সিনেমা ‘শুভম’ মুক্তি পেতে যাচ্ছে। তার আগে তিরুপতি বালাজির মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন এই চর্চিত প্রেমিকও।
দু’জনকে একসঙ্গে মন্দিরে দেখে নেটাগরিকদের একাংশের দাবি, তাঁদের বিয়ে ঠিক হয়েছে। কেউ কেউ লিখছেন, বিয়ের আগে আশীর্বাদ নিতেই রাজকে নিয়ে মন্দিরে গেছেন অভিনেত্রী। যদিও এই প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি সামান্থা।