ডেঙ্গু পরীক্ষার কিটে শুল্ক মূসক মওকুফ
দেশব্যাপী ছড়িয়ে পড়া ডেঙ্গু রোগ পরীক্ষার কিট স্বল্পতার কারণে এর ওপর থেকে আমদানি শুল্ক, মূসক, আগাম কর ও আগাম আয়কর মওকুফ করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আজ সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
এ আদেশ ৩১ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
ডেঙ্গু পরীক্ষার কিট, ডেঙ্গু রি-এজেন্ট এবং প্লাটিলেট ও প্লাজমার কিটের ক্ষেত্রে এ মওকুফ প্রযোজ্য হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গতকাল রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দুই হাজার ৬৫ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। সেই সঙ্গে মারা গেছে আরো পাঁচজন।
সারা দেশে বিভিন্ন হাসপাতালে বর্তমানে শিশুসহ সর্বমোট সাত হাজার ৬৫৮ জন রোগী ভর্তি আছে বলেও কন্ট্রোল রুম জানিয়েছে।