শতভাগ লভ্যাংশ দেবে পদ্মা অয়েল
জ্বালানি খাতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েলের পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য শতভাগ নগদ লভ্যাংশ দেবে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (ডিএসই) আগামী বছরের ১৩ ফেব্রুয়ারি বেলা ১১টায় চিটাগং বোর্ড ক্লাবে অনুষ্ঠিত হবে। এ-সংশ্লিষ্ট রেকর্ড ডেট আগামী ২১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে পদ্মা অয়েলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৬৩ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ৮৩ টাকা ৮৫ পয়সা।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্যও কোম্পানির পক্ষ থেকে শতভাগ নগদ লভ্যাংশ দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে গত হিসাব বছরে কোম্পানির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২১২ কোটি ৭২ লাখ ৬০ হাজার টাকা, শেয়ারপ্রতি এনএভি ৭৪ টাকা ২২ পয়সা ও ইপিএস ২১ টাকা ৬৬ পয়সা।
১৯৭৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এই কোম্পানির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৯৮ কোটি ২৩ লাখ টাকা। রিজার্ভ ৬৩০ কোটি ৮৭ লাখ টাকা।
বিনিয়োগকারীদের কাছে এই কোম্পানির মোট নয় কোটি ৮২ লাখ ৩২ হাজার ৭৫০টি শেয়ার রয়েছে। এর মধ্যে সরকার ৫০ দশমিক ৩৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৩ দশমিক ৭৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ২৫ দশমিক ৮৮ শতাংশ শেয়ার।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ২০৫ টাকা ৯০ পয়সা ও সর্বোচ্চ ২৩১ টাকা।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১০ দশমিক ৬৪।