'বাজিগর ২' নিয়ে আলোচনায় শাহরুখ খান
ফের আলোচনায় ১৯৯৩ সালের বলিউড সিনেমা ‘বাজিগর’ ও সুপারস্টার শাহরুখ খান। রোমান্টিক থ্রিলার ধাঁচের এ সিনেমার সিক্যুয়াল নির্মাণ নিয়ে আলোচনা চলছে।
এরই মধ্যে শাহরুখ ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে এ খবর। প্রযোজক রতন জৈন সম্প্রতি ‘ইটাইমস’কে দেওয়া সাক্ষাৎকারে ‘বাজিগর ২’ নির্মাণের সম্ভাবনার ইঙ্গিত দেন।
জৈন জানান, শাহরুখ খানের সঙ্গে আলোচনা চলছে। তবে সুপারস্টার শাহরুখ পুনরায় সেই ভূমিকায় অভিনয় করতে রাজি হলে, তবেই প্রকল্পটি এগোবে। সিক্যুয়ালটির জন্য একটি পরিকল্পনা এরই মধ্যে এগিয়েছে বলে জানান প্রযোজক।
এটি যে পুরোনো সিনেমার সিক্যুয়াল, সেটি যেন নিশ্চিত হয়, সেভাবেই স্ক্রিপ্ট তৈরি ও নতুন দিকনির্দেশনায় জোর দেন তিনি।
জৈন বলেন, ‘আমরা শাহরুখের সঙ্গে বাজিগর-২ নিয়ে কথা চালিয়ে যাচ্ছে। তবে এখনও খুব বেশি কিছু ঘটেনি। নিশ্চয়ই তৈরি করা হবে।’
চিত্রনাট্য এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, এখনও চূড়ান্ত হয়নি। জৈন তার মৌলিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। তার আকর্ষণীয় কাহিনী, দুর্দান্ত অভিনয় এবং স্মরণীয় সাউন্ডট্র্যাকের জন্য প্রশংসিত হয়েছিল সেটি।
১৯৯৩ সালের ১২ নভেম্বর মুক্তিপ্রাপ্ত 'বাজিগর' শাহরুখ খানকে তারকাখ্যাতি এনে দেয়। আব্বাস-মাস্তান পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছিলেন কাজল, শিল্পা শেঠি, রাখী, সিদ্ধার্থ রায়, দলীপ তাহিল এবং জনি লিভার।
মুভিটির রহস্যময় আখ্যান এবং অভিনেতাদের দ্যুতিময় অভিনয় এটিকে তাত্ক্ষণিক ক্লাসিক করে তুলে।
সম্প্রতি বাজিগর সিনেমার ৩১তম বার্ষিকী উদযাপন করেছেন সংশ্লিষ্টরা।