১৬ শতাংশ লভ্যাংশ দেবে আফতাব অটোমোবাইলস
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আফতাব অটোমোবাইলসের পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩১ আগস্ট শেষ হওয়া হিসাব বছরের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এ-সংশ্লিষ্ট রেকর্ড ডেট ৬ ডিসেম্বর।
২০১৫ সালের ৩১ আগস্ট শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে তিন টাকা পাঁচ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৫৪ টাকা ৩০ পয়সা।
২০১৪ সালের ৩১ আগস্ট শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির পক্ষ থেকে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৮ কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকা, ইপিএস চার টাকা এক পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৫২ টাকা ৬৪ পয়সা।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৪৭ টাকা ৫০ পয়সা ও সর্বোচ্চ ৫৬ টাকা ৯০ পয়সা।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১৯ দশমিক ৮।
আফতাব অটোমোবাইলস ১৯৮৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। প্রকৌশল খাতের এ কোম্পানির অনুমোদিত মূলধন ১২০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৯৫ কোটি ৭৩ লাখ টাকা।
বিনিয়োগকারীদের কাছে এ কোম্পানির মোট নয় কোটি ৫৭ লাখ ৩২ হজার ৪২২টি শেয়ার রয়েছে। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৩০ দশমিক ৩৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৩ দশমিক ৭১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪৫ দশমিক ৯ শতাংশ শেয়ার।