যমুনা অয়েলের শতভাগ লভ্যাংশ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান যমুনা অয়েলের পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ফেব্রুয়ারি বেলা ১১টায় চট্টগ্রামে হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত হবে। এ-সংশ্লিষ্ট রেকর্ড ডেট আগামী ২৮ ডিসেম্বর।
২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২২৫ কোটি ৩১ লাখ ৯০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২০ টাকা ৪০ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ১৩৬ টাকা ৭৪ পয়সা।
২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত যমুনা অয়েলের অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১১০ কোটি ৪২ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ এক হাজার ৭৯ কোটি ৪০ লাখ টাকা।
বিনিয়োগকারীদের কাছে এ কোম্পানির মোট শেয়ার রয়েছে ১১ কোটি চার লাখ ২৪ হাজার ৬০০টি। এর মধ্যে সরকার ৬০ দশমিক শূন্য ৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৪ দশমিক ৭৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী দশমিক শূন্য ৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৫ দশমিক ১৩ শতাংশ শেয়ার।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১৭৬ টাকা ১০ পয়সা ও সর্বোচ্চ ২০১ টাকা ৮০ পয়সা।