২১৫ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেবে বাটা সু
শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়াশিল্প খাতের কোম্পানি বাটা সু-এর পরিচালনা পর্ষদ চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে কোম্পানির ব্যবসায় আয় বিবেচনায় নিয়ে ২১৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২ টাকা ৬৩ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২১৯ টাকা ৫১ পয়সা। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণার পরিপ্রেক্ষিতে কোম্পানিটির শেয়ারের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ ডিসেম্বর। আজ এ শেয়ারের দরে কোনো সীমা নির্ধারণ থাকবে না বলে জানা গেছে।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানির পক্ষ থেকে ২৮০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে ওই হিসাব বছরে এর কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭০ কোটি ছয় লাখ ৭০ হাজার টাকা, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৮৭ টাকা ৯৪ পয়সা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৫১ টাকা ২২ পয়সা।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল এক হাজার ৩০৪ টাকা ৩০ পয়সা ও সর্বোচ্চ এক হাজার ৩৬৯ টাকা ১০ পয়সা।
সর্বশেষ আর্থিক প্রতিদেবন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ২৩ দশমিক ৪৯।
১৯৮৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এই কোম্পানির অনুমোদিত মূলধন ২০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১৩ কোটি ৬৮ লাখ টাকা। রিজার্ভ ২৪৩ কোটি ৪২ লাখ টাকা।
কোম্পানিটির এক কোটি ৩৬ লাখ ৮০ হাজার শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৭০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১১ দশমিক ৬৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী ৮ দশমিক শূন্য ৫ শতাংশ ও সাধারণ বিনেয়াগকারীদের কাছে রয়েছে ১০ দশমিক ২৯ শতাংশ।