অঙ্গপ্রতিষ্ঠানে বিনিয়োগ বাড়াবে বেঙ্গল উইন্ডসর
বেঙ্গল পেট্রোকেম অ্যান্ড সিনথেটিক টেক্সটাইলস লিমিটেড নামে অঙ্গপ্রতিষ্ঠানের ৯৯ দশমিক ৯৪ শতাংশ মালিকানা কিনবে বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লিমিটেড। আগে এই অঙ্গপ্রতিষ্ঠানে বেঙ্গল উইন্ডসরের ৮০ শতাংশ মালিকানা ছিল। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বেঙ্গল পেট্রোকেম অ্যান্ড সিনথেটিক টেক্সটাইলস লিমিটেডের এক লাখ ৭৯ হাজার ৫০০ শেয়ার ১০০ টাকা দরে কেনার প্রস্তাব এরই মধ্যে বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লিমিটেডের পরিচালনা পর্ষদ অনুমোদন দিয়েছে। তবে অঙ্গপ্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের বাজারদর ১২১ টাকা ৯৬ পয়সা। এ হিসাবে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় দুই কোটি ১৮ লাখ ৯১ হাজার ৮২০ টাকা।
বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে। এ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা ৫৭ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২৮ টাকা ৬৫ পয়সা।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির পক্ষ থেকে ২৩ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে এ হিসাব বছরে এর কর-পরবর্তী নিট মুনাফা হয় ২৩ কোটি ছয় লাখ ১০ হাজার টাকা, শেয়ারপ্রতি এনএভি ২৬ টাকা ৮৯ পয়সা ও ইপিএস তিন টাকা পাঁচ পয়সা।
বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লিমিটেড ২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এর অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৭৫ কোটি ৬০ লাখ টাকা।
বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির সাত কোটি ৫৬ লাখ শেয়ার রয়েছে। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৬৪ দশমিক ৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৭ দশমিক ৮৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ২৭ দশমিক ২১ শতাংশ।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৫০ টাকা ও সর্বোচ্চ ৫৫ টাকা ৩০ পয়সা।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এর দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১৯ দশমিক ৫৩।