পুঁজিবাজারে তালিকাভুক্তিতে বহুজাতিক কোম্পানিকে বাধ্য করা হবে
দেশের পুঁজিবাজারে বহুজাতিক কোম্পানিকে তালিকাভুক্তিতে বাধ্য করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন,
আজ বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স,বাংলাদেশ (আইডিইবি) সম্মেলন কেন্দ্রে ‘ক্যাপিটাল মার্কেট এক্সপো’র উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী। মেলার আয়োজক নিউজপোর্টাল অর্থসূচক ডটকম।
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের পুঁজিবাজারে বহুজাতিক কোম্পানিগুলোকে তালিকাভুক্ত হতে হবে। এসব কোম্পানি থেকে সাধারণ মানুষ উপকৃত হয় না। বহুজাতিক কোম্পানি পুঁজিবাজারে এলে সাধারণ মানুষ উপকৃত হবে।’
তোফায়েল আহমেদ বলেন,পুঁজিবাজারে কিছু সংকট থাকতে পারে। এই সংকট ধীরে ধীরে কাটছে। পুঁজিবাজারের যেকোনো সমস্যা সমধানে সরকার বদ্ধ পরিকর রয়েছে।
বিনিয়োগকারীদের হতাশ না হওয়ার পরামর্শ দেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, দেশের পুঁজিবাজার স্থিতিশীল থাকবে আশা করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য আব্দুল কুদ্দুস, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী, ডিএসইর চেয়ারম্যান বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, সিএসইর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ, ডিএসই ব্রোকার অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল ইসলাম টিটু প্রমুখ।
এই মেলার দ্বিতীয় ও সমাপনী দিনে বিভিন্ন সেমিনারে অতিথি থাকবেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ব্যাংকিং ও আর্থিক বিভাগের সচিব ড. আসলাম আলম, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মো. আরিফ খান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিএসইসির সাবেক চেয়ারম্যান ড. এ বি মির্জা আজিজুল ইসলাম, বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী প্রমুখ।
এ ছাড়া অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, ব্রোকার, মার্চেন্ট ব্যাংকারসহ পুঁজিবাজার বিশেষজ্ঞরাও তিনদিনের এ মেলায় আলোচনায় অংশ নেবেন।
এক্সপোর দর্শনার্থীদের জন্য আয়োজন করা হয়েছে র্যাফেল ড্র। এতে প্রতিদিনই ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা, ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটের বিমান টিকেট (প্রতিদিন উভয় রুটে একটি করে), ল্যাপটপ (প্রতিদিন ১টি) ও স্মার্ট ফোনসহ (প্রতিদিন পাঁচটি করে) বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার থাকবে।
বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো, ২০১৫ এর আয়োজনে সহযোগিতায় রয়েছে ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকারস অ্যাসোসিয়েশন (বিএমবিএ), বাংলাদেশ অর্থনীতি সমিতি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম), দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশ (আইসিএবি), দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট বাংলাদেশ (আইসিএমএবি), ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)।