যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানি করেছে ভেনেজুয়েলা!
বিশ্বের যেকোনো দেশের চেয়ে তেলসম্পদে বেশি সমৃদ্ধ ভেনেজুয়েলা। দেশটি লাতিন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে তেল রপ্তানি করে থাকে। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানি করেছে দেশটি।
তেলবিষয়ক তথ্য গবেষণা প্রতিষ্ঠান ক্লিপারডাটার বরাত দিয়ে গতকাল বুধবার সিএনএনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়।
প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে পাঁচ লাখ ব্যারেল তেল নিয়ে যুক্তরাষ্ট্রের একটি জাহাজ ভেনেজুয়েলার একটি বন্দরে ভিড়েছে।
ভেনেজুয়েলা তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের প্রতিষ্ঠাতা সদস্য। ফলে বিশ্বের তেলের বাজারে দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি অপরিশোধিত তেল রপ্তানি করে দেশটি।
মার্কিন জ্বালানি তথ্য কর্তৃপক্ষ এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যমতে, ভেনেজুয়েলায় দুই লাখ ৯৮ হাজার ব্যারেল তেল মজুদ রয়েছে। এর পরিমাণ সৌদি আরব, রাশিয়া অথবা ইরানের চেয়েও বেশি। আর যুক্তরাষ্ট্রের চেয়ে প্রায় আট গুণ বেশি।
ক্লিপারডাটার তেলের বাজার বিশ্লেষক নিলফার সেইডি বলেন, অপরিশোধিত যে জ্বালানি তেল ভেনেজুয়েলায় রয়েছে, তা খুব ভারী। ফলে তা পরিশোধন করা কষ্টসাধ্য হওয়ায় বাজারের চাহিদা অনুযায়ী জোগান দিতে অসুবিধায় পড়েছে দেশটি। এর কারণে অপরিশোধিত তেলের মান ঠিক রাখতে এর সঙ্গে হালকা তেল মেশানো হচ্ছে। এর মাধ্যমে জোগানের ধারাবাহিকতা ধরে রাখছে দেশটি।
ভেনেজুয়েলা এরই মধ্যে রাশিয়া, অ্যাঙ্গোলা ও নাইজেরিয়া থেকেও হালকা অপরিশোধিত তেল আমদানি করেছে বলে জানা নিলফার সেইডি। তিনি বলেন, মূলত আফ্রিকার দেশগুলোর চেয়ে যুক্তরাষ্ট্র থেকে ভেনেজুয়েলার তেলের আমদানি খরচ কম পড়ছে।
যুক্তরাষ্ট্রের তেল রপ্তানির ওপর ৪০ বছরের নিষেধাজ্ঞা গত ডিসেম্বরে তুলে নিয়েছে ওবামা প্রশাসন। এতে দুদেশের মধ্যে রাজনৈতিক অসমঝোতা থাকলেও ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পিডিভিএসএ যুক্তরাষ্ট্র থেকে হালকা তেল আমদানি করছে।