৪০ শতাংশ লভ্যাংশ দেবে ডাচ্-বাংলা ব্যাংক
শেয়ারবাজারে তালিকাভুক্ত ডাচ্-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ৩০ মার্চ সকাল ১০টায় সোনারগাঁও হোটেলের বলরুমে। এ-সংশ্লিষ্ট রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ মার্চ।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ১০ পয়সা ও শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ৮৩ টাকা ৭৭ পয়সা।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৪ সালে কোম্পানিটির কর-পরবর্তী প্রকৃত মুনাফা হয়েছে ২২০ কোটি ৬৬ লাখ ২০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় ১১ টাকা তিন পয়সা ও শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য ৭২ টাকা ৫৯ পয়সা।
২০১৩ সালে কোম্পানিটির কর-পরবর্তী প্রকৃত মুনাফা হয়েছে ২০০ কোটি সাত লাখ ৬০ হাজার টাকা, ইপিএস ১০ টাকা ও শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য ৬৩ টাকা ২১ পয়সা।
২০০১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের এ প্রতিষ্ঠানের অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধনের পরিমাণ ২০০ কোটি টাকা। রিজার্ভের পরিমাণ এক হাজার ১৭০ কোটি ৬৪ লাখ টাকা।
শেয়ারবাজারে কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ২০ কোটি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৮৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২ দশমিক ৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১০ দশমিক ২ শতাংশ।