মার্চে ডিএসই থেকে সরকারের আয় ২.৩৪ কোটি টাকা কমেছে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/05/photo-1459828685.jpg)
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের চেয়ে মার্চে সরকারের আয় কমেছে দুই কোটি ৩৪ লাখ টাকা। ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্যমতে, মার্চ মাসে ডিএসই থেকে রাজস্ব আদায় হয়েছে ১০ কোটি ১৪ লাখ ৯৩ হাজার টাকা। স্টক এক্সচেঞ্জটি থেকে ফেব্রুয়ারিতে রাজস্ব আদায় হয় ১২ কোটি ৪৮ লাখ ৭৮ হাজার টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে রাজস্ব আদায় কমেছে ২৩ শতাংশ বা দুই কোটি ৩৪ লাখ টাকা।
জানুয়ারি মাসের চেয়ে ফেব্রুয়ারিতে রাজস্ব আদায় কমেছিল চার কোটি ৭৪ লাখ ৭২ হাজার ৯২৩ টাকা।
ডিএসইর দুটি খাত থেকে রাজস্ব আদায় হয়। এর মধ্যে স্টক এক্সচেঞ্জের সদস্য বা ব্রোকারেজ হাউসগুলো থেকে এবং উদ্যোক্তা-পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রি থেকে রাজস্ব আদায় হয়ে থাকে।
ডিএসইর সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে ফেব্রুয়ারিতে রাজস্ব আদায় হয় আট কোটি ৬৪ লাখ ২১ হাজার টাকা। মার্চ মাসে রাজস্ব আয় হয় সাত কোটি ৯৯ লাখ ৭২ হাজার টাকা। মাসের ব্যবধানে রাজস্ব আদায় কমেছে ৬৪ লাখ ৪৮ হাজার টাকা।
উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে ফেব্রুয়ারিতে তিন কোটি ৮৪ লাখ ৫৬ হাজার টাকা রাজস্ব আদায় হয়। মার্চে এর পরিমাণ ছিল দুই কোটি ১৫ লাখ ২০ হাজার ৬৯৭ টাকা। এক মাসের ব্যবধানে এক কোটি ৬৯ লাখ ৩৫ হাজার টাকা রাজস্ব কমেছে।