ডিএসইর ওয়েবসাইটে নতুনত্ব আনা হচ্ছে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/08/photo-1460057409.jpg)
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে নতুনত্ব আনা হচ্ছে। সব বিষয় বিনিয়োগকারীদের জানাতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে দেওয়া হবে তথ্য হালনাগাদ করার ক্ষমতা।
গতকাল বৃহস্পতিবার ডিএসই কার্যালয়ে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের আপডেট ভার্সন চালুর তথ্য জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান স্টক এক্সচেঞ্জটির ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা।
স্বপন কুমার বালা বলেন, ‘ডিএসইর ওয়েবসাইটে তথ্য আপডেট করা একটা চলমান প্রক্রিয়া। বিনিয়োগকারীদের কাছে তথ্য আরো সহজ করতে ওয়েবসাইটে নতুনত্ব আনা হচ্ছে। এতে খুব সহজেই বিনিয়োগকারীরা কোম্পানিগুলোর তথ্য পাবেন।’
নতুন সাইটের তথ্য আপডেট করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন, এ কাজ করতে গিয়ে তালিকাভুক্ত ২৯ কোম্পানির আর্থিক প্রতিবেদনে তথ্যগত ভুল ধরা পড়েছে। এসব কোম্পানির প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের শেয়ারপ্রতি আয়ের (ইপিএস) যোগফলে গরমিল রয়েছে। এরই মধ্যে কোম্পানিগুলোকে তা অভিহিত করা হয়েছে। অনেক কোম্পানি সেটা সংশোধন করেছে। বাকিগুলো প্রক্রিয়াধীন। তবে শিগগিরই এটা ঠিক হয়ে যাবে।’
স্বপন কুমার বালা বলেন, ‘ওয়েবসাইটে বিভিন্ন উইন্ডোতে পরিবর্তন আনা হচ্ছে। এতে নতুন করে কিছু উইন্ডো যোগ করা হয়েছে। নতুন করে ক্রেডিট রেটিং স্ট্যাটাস, কোম্পানির লেনদেন শুরুর তারিখ, লোনের তথ্য, ওটিসি, ডিলিস্টিং, রিলিস্টিং-সংক্রান্ত তথ্য, একনজরে কোম্পানির প্রোফাইল, তালিকাভুক্তির সময়ে কোম্পানির অবস্থান ও সার্বিক চিত্র তুলে ধরা হবে।’
স্বপন কুমার বালা আরো বলেন, ‘প্রতিটি কোম্পানির প্রতিদিনের পিই অনুপাত ও ছয় দিনের পিই অনুপাতের গড় দেওয়া থাকবে। আমাদের কাছে তথ্য এলেই এ তথ্য নির্ধারিত সময়ের মধ্যে ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। তা ছাড়া নিয়ন্ত্রণকারী সংস্থা কোন সময়ে কোম্পানিকে জরিমানা করেছে বা আইন ভঙ্গ করেছে কি না এমন তথ্য, লেনদেন শুরু করার তারিখ, কোন ধরনের প্রতিষ্ঠান, বিজনেস সেগমেন্ট, তথ্যর বিস্তারিত গ্রাফিকস চিত্র, ত্রৈমাসিক ও ষান্মাসিক হিসাব তথ্য, পিই রেশিও, শেয়ারহোল্ডারদের শেয়ারধারণের পরিমাণ, ঋণের অবস্থা, করপোরেট পোর্টফোলিও পাওয়া যাবে ডিএসই ওয়েবসাইটে।’
ডিএসইর ওয়েবসাইটটির বাংলা ভার্সনও হালনাগাদ করা হচ্ছে। বর্তমানে তালিকাভুক্ত ৫৬০টি সিকিউরিটিজের মধ্যে ২৯০টি কোম্পানি রয়েছে। আপাতত পাওয়া কোম্পানি ও সিকিউরিটিজের তথ্য ডিএসইর ওয়েবসাইটে আপলোড করা হবে ডিএসই সূত্রে জানা গেছে।
ডিএসইর নতুন ওয়েবসাইট কবে নাগাদ সম্পূর্ণ হবে, তার সঠিক তারিখ জানাননি স্বপন কুমার বালা। তবে তিনি বলেন, খুব দ্রুত এ কাজ শেষ করা হবে। এই ওয়েবসাইট আপডেট হওয়ায় বিনিয়োগকারীরা আরো বেশি তথ্য সুবিধা পাবেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ডিএসইর সিআরও জিয়াউল হাসান খান, সিএফও আবদুল মতিন পাটওয়ারী, ডিএসই কর্মকর্তা মিজানুর রহমান, কামরুন নাহার প্রমুখ।