ঘরভাড়ার আয় ব্যাংকে জমার বিধি বাতিল চায় সিসিসিআই
আগামী অর্থবছরে (২০১৬-১৭) জাতীয় বাজেটে বিবেচনার জন্য রাজস্ব বোর্ডকে (এনবিআর) ১৯৮টি প্রস্তাব দিয়েছে চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। এর মধ্যে রয়েছে করমুক্ত আয়ের সীমা বাড়ানো ও ঘরভাড়ার আয় ব্যাংকে জমা সংক্রান্ত বিধি বাতিলের প্রস্তাব।
আজ শনিবার সকালে চট্টগ্রামে চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় এসব প্রস্তাব দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য মো. ফরিদ উদ্দিন, ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন ও পাভেজ ইকবাল। এ ছাড়া বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা সভায় উপস্থি ছিলেন।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম তাঁর প্রস্তাবনায় শুল্ক-সংক্রান্ত ১৪২, ভ্যাট-সংক্রান্ত ২১ ও আয়কর সংক্রান্ত ৫৫টি পরামর্শ উপস্থাপন করেন।
এসব প্রস্তাব নিয়ে কোনো মন্তব্য না করলেও বিষয়গুলো গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।