প্রশস্ত হবে যাত্রাবাড়ী মোড়ের ত্রিমুখী সড়ক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/19/photo-1461057416.jpg)
রাজধানীর যাত্রাবাড়ীর মোড় থেকে ত্রিমুখী রাস্তা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পসহ আটটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, আজ অনুমোদন পাওয়া আট প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৮ হাজার ৬৫৭ কোটি ২৭ লাখ টাকা। এর মধ্যে সরকারি সহায়তা তহবিল থেকে পাঁচ হাজার ৪৯৫ কোটি ৩৯ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল থেকে ৪৬ কোটি ৪৭ লাখ টাকা ও প্রকল্প সাহায্য থেকে ১৩ হাজার ১১৫ কোটি ৪১ লাখ টাকা অর্থায়ন করা হবে।
অনুমোদিত আট প্রকল্প হলো—দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের কাছে গুনদুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ, বাংলাদেশের রেলওয়ের জন্য ১০০ মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ পুনর্বাসন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন যাত্রাবাড়ী মোড় থেকে ত্রিমুখী রাস্তা সম্প্রসারণ ও উন্নয়ন, বড়তাকিয়া (আবুতারাব) থেকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ, সাদুল্যাপুর-পীরগঞ্জ নবাবগঞ্জ জেলা মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়কের ৯৩তম কিলোমিটারে ২১৯.৪৫৬ মিটার দীর্ঘ শাহবাজপুর সেতু নির্মাণ এবং বিদ্যমান সেতু পুনর্বাসন, মনু নদী সেচ প্রকল্পের আওতাধীন কাশিমপুর পাম্প হাউস পুনর্বাসন এবং মাল্টি চ্যানেল স্লিপওয়ে নির্মাণ প্রকল্প।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন যাত্রাবাড়ী মোড় থেকে ত্রিমুখী রাস্তা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৫৪ কোটি ৮৯ লাখ টাকা। এর মধ্যে জিওবি ১০৮ কোটি ৪২ লাখ টাকা ও সংস্থার নিজস্ব তহবিল থেকে ৪৬ কোটি ৪৭ লাখ টাকা অর্থায়ন করা হবে। এ প্রকল্প বাস্তবায়ন করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত এ প্রকল্প বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে।
যাত্রাবাড়ী মোড় থেকে ত্রিমুখী রাস্তা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে সহজে যানবাহন চলাচলের জন্য রাস্তার প্রশস্ততা বৃদ্ধি করা, জলাবদ্ধতা দূর করার জন্য ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা, পথচারীদের সহজে চলাচলের ফুটপাতের উন্নয়ন এবং পরিবেশ ও আর্থসামাজিক অবস্থার উন্নয়ন।