ইস্টার্ন রিফাইনারির ইউনিট নির্মাণে পরামর্শ দেবে ভারত
দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি (ইআর) লিমিটেডের দ্বিতীয় ইউনিট নির্মাণে পরামর্শ দেবে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড (ইআইএল)। এ জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও ইআইএলের মধ্যে একটি চুক্তি হয়েছে।
আজ মঙ্গলবার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির সভা কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং ভারতের পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাস প্রতিমন্ত্রী ধমের্ন্দ্র প্রধান উপস্থিত ছিলেন।
বিপিসির পরিচালক (পরিচালন) মোসলেহ উদ্দিন ও ইআইএলের প্রধান নির্বাহী উপেন্দ্র মহেশ্বরী চুক্তিপত্রে সই করেন।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা, স্থানীয় সংসদ সদস্য এম এ লতিফ, দুই দেশের জ্বালানি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৯৬৮ সালে নির্মিত ইস্টার্ন রিফাইনারিতে বর্তমানে ১৫ লাখ টন তেল শোধন করা হচ্ছে বলে জানা যায়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের দ্বিতীয় ইউনিটের কাজ শেষ হলে ৩০ লাখ টন জ্বালানি তেল শোধন করা যাবে।
প্রতিমন্ত্রী জানান, দ্বিতীয় ইউনিট নির্মাণে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে ইআইএলকে দেওয়া হবে ১১৩ কোটি টাকা। আগামী তিন বছরের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন করতে সরকারের ব্যয় ধরা হয়েছে আট হাজার ৯৪৯ কোটি টাকা। তেল শোধনাগারের এ ইউনিট স্থাপনে ইআইএল তদারকিসহ সব দায়িত্ব পালন করবে।
ইআইএলের আন্তর্জাতিক সুনাম রয়েছে বলে দাবি করেন ধমের্ন্দ্র প্রধান।