সিনোবাংলার ইপিএস ৩৪ পয়সা
শেয়ারবাজারে তালিকাভুক্ত সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের চলতি হিসাব বছরের ফেব্রুয়ারি-এপ্রিল প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৮ পয়সা।
আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত কোম্পানিটির প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের নভেম্বর থেকে ২০১৬ সালে এপ্রিল পর্যন্ত কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৫ পয়সা। আর ২০১৪ সালের নভেম্বর থেকে ২০১৫ সালের মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির ইপিএস হয় ৩১ পয়সা।
২০১৫ সালের ৩১ অক্টোবর শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটির কর্তৃপক্ষ ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
গত এক মাসের মধ্যে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ২৬ টাকা ৫০ পয়সা ও সর্বোচ্চ ৩১ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।