ডিবিএইচের পর্ষদ সভা ১ সেপ্টেম্বর
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিং ফিন্যান্স করপোরেশন (ডিবিএইচ) লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আগামী ১ সেপ্টেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। এ সভায় কোম্পানিটির ২০১৬ সালের ৩০ জুনর শেষ হওয়া হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত কোম্পানিটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের এ কোম্পানির কর্তৃপক্ষ ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয় পাঁচ টাকা ৯০ পয়সা, যা আগের বছর ছিল পাঁচ টাকা ১৫ পয়সা।
২০০৮ সালে ডিবিএইচ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এ প্রতিষ্ঠানের মোট শেয়ারসংখ্যা ১১ কোটি ৬০ লাখ ৪৯ হাজার ৩৭৫টি। এর ৫১ দশমিক ৩২ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ৭ দশমিক ৪৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৩১ দশমিক ১৯ শতাংশ বিদেশি বিনিয়োগকারী ও ১০ দশমিক শূন্য ৫ শতাংশ সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে।