২২ শতাংশ লভ্যাংশ দেবে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ। ২০১৬ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য এ লভ্যাংশ দেওয়া হবে।
গতকাল সোমবার কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সভা সূত্রে এ তথ্য জানা গেছে।
ঘোষিত লভ্যাংশে শেয়ারহোল্ডারদের অনুমোদন পেতে আগামী ২৩ অক্টোবর রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ-সংশ্লিষ্ট তথ্য সংরক্ষণের (রেকর্ড) জন্য ২৯ সেপ্টেম্বর দিন নির্ধারণ করা হয়েছে।
২০১৬ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা ৫৪ পয়সা। এ ছাড়া এ হিসাব বছরে এর শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য ২৩ টাকা ২৯ পয়সা ও শেয়ারপ্রতি নগদ তারল্যপ্রবাহ এক টাকা ২৫ পয়সা দাঁড়িয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে জানা গেছে, কোম্পানিটি ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর মোট শেয়ারের মধ্যে ৩৪ দশমিক ২৮ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ১৬ দশমিক ৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ৪৯ দশমিক ৬৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে।
গত এক মাসে এ কোম্পানির শেয়ার সর্বনিম্ন ২১ টাকা ৮০ পয়সা ও সর্বোচ্চ ২৪ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়।