করদাতাদের পদচারণায় মুখর আয়কর মেলা
করদাতাদের পদচারণায় মুখর ছিল রাজধানীর আয়কর মেলা। অন্য যেকোনো দিনের চেয়ে আজ রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত করদাতাদের ছিলো সরব উপস্থিতি।
অন্যান্য বার অফিসার্স ক্লাবে এ মেলা হলেও এবারই প্রথম রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে সপ্তম আয়কর মেলার আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মেলায় এক ছাদের নিচে সব ধরনের সেবা পেতে ভিড় জমিয়েছেন করদাতারা। মেলা প্রাঙ্গণে টাকা জমা দেওয়ার জন্য করদাতাদের ব্যাংকের বুথে লম্বা লাইন লক্ষ করা গেছে। এতে বিড়ম্বনায় শিকার হচ্ছেন করদাতারা। তাদের অভিযোগ, হাজার হাজার লোককের জন্য মাত্র কয়েকটা বুথ। ঝামেলা ছাড়া কর দিতে এসে সেই ঝামেলাতেই পড়তে হচ্ছে বলে খেদ প্রকাশ করেন করদাতারা।
মেলা ঘুরে দেখা গেছে, প্রতিটি বুথে ভিড় লেগেই আছে। মেলায় আগতরা করের নানা বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন। কেউ বুথে রিটার্ন দাখিল, ই-টিআইএন গ্রহণ, অনলাইনে রিটার্ন দাখিলের জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড গ্রহণ করছেন। এ সব সেবা দিতে অনেকটা হিমসিম খাচ্ছেন বুথে থানা রাজস্ব বোর্ডের কর্মকর্তারা।
মেলায় কথা হয় গুলশান থেকে আসা জসিমের সঙ্গে। তিনি বলেন, এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। কর মেলায় এভাবে লাইনে ঘণ্টাব্যপী দাঁড়িয়ে থাকতে হবে এটা ভাবিনি। আমরা বাঙালি একটু বেশি মেলা প্রিয়, তার প্রমাণ এই মেলা। লাইনে আছি এতে মনে কোনো কষ্ট নেই।
এনটিভি অলাইনের সঙ্গে কথা হয় রিটার্ন জমা নেওয়া বুথ কর্মকর্তা ফাহাদের সঙ্গে। তিনি বলেন, মেলার প্রতিদিনই করদাতাদের ভিড় বেড়েই চলছে। আমরা সেবা দিতে হিমশিম খাচ্ছি। এর পরও কোনো বিরতি ছাড়াই সেবা দিয়ে যাচ্ছি।
জায়গা না পেয়ে অনেকে ফ্লোরে বসে ফরম পূরণ করছে। এমন একজন ফরিদ উদ্দিন বলেন, মেলায় যে পরিমাণ লোক তাতে করে ফরম পূরণের জায়গা বাড়ানোর দরকার ছিল। তাহলে আমাদের এভাবে ফ্লোরে বসে কাজ করতে হতো না।
জানা যায়, টাকা জমা নেওয়ার জন্য সোনালী ব্যাংকের চারটি বুথে ১২টি ডেক্স এবং জনতা ব্যাংকের দুটি বুথে চারটি ডেক্স রয়েছে। আয়কর রিটার্ন ফরম পূরণ ও কর পরিশোধ সংক্রান্ত সেবা প্রদানে রয়েছে ২৩টি হেল্প ডেস্ক। মেলায় আসা মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও জ্যেষ্ঠ নাগরিকদের জন্য রয়েছে আলাদা আলাদা বুথ।
মেলায় দর্শনার্থীদের সঙ্গে আগত শিশুদের বিনোদনের জন্য চাইল্ড কর্নারের ব্যবস্থা রাখা হয়েছে। আয়কর সংক্রান্ত সব ধরনের ফরম বিনামূল্যে দেওয়া হয়। করদাতাদের যাতায়াত সুবিধার জন্য রাজধানী বেইলি রোড, মিরপুর-২, উত্তরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আটটি শাটল বাস নিয়োজিত রয়েছে।