কৃষি খাত বাঁচলে বাঁচবে দেশ, বাজেট প্রশ্নে কৃষকরা
আসন্ন বাজেট কেমন হওয়া উচিত, তা নিয়ে এনটিভি সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষের মতামত তুলে ধরেছেন। কেমন বাজেট চাই অনুষ্ঠানে তারা তাদের প্রত্যাশার কথা তুলে ধরেছেন। কথা বলেছেন কৃষকরা। তারা বলেছেন—চাষিরা ভালো নেই। তাঁদের দাবি—চাষি বাঁচলে দেশ বাঁচবে। তাই বাজাটে কৃষি খাতে আরও বেশি চিন্তাভাবনা রাখার কথা বলেছেন কৃষকরা।
এক কৃষক বলেন, ‘বিভিন্ন সমস্যায় জর্জরিত এই চাষি। চাষিদের সমস্যা সমাধান না করা পর্যন্ত কিন্তু দেশের উন্নতি আসবে না। চাষি বাঁচলে দেশ বাঁচবে। শুধু কথা বললে হবে না, কাজে প্রমাণ করতে হবে।’
কৃষি সংশ্লিষ্ট আরেকজন বলেন, ‘সার বা বীজ ধানের দামটা যদি কম রাখে, তাহলে আমাদের ভালো হয়।’ এক কৃষক বলেন, ‘চাষাবাদে আমরা লাভস্বত্ব করতে পারছি না। আমাদের একটু লাভের দরকার। আমরা খাটাখাটি করে তেমন একটা লাভ করতে পারছি না।’
আরেকজন বলেন, ‘আমরা ধান কাটা মাত্রই বিক্রি করি। কারণ, কামলার (শ্রমিক) দাম বেশি; সবকিছুর দাম বেশি। আমাদের যখন বিক্রি শেষ হয়ে যায়, তখন সরকার কেনা শুরু করে। আমরা তো বেনিফিটেড হইনি।’
‘ধানের দামের চেয়ে কামলার দাম বেশি। তারপর সারের দাম বেশি। ওষুধের দাম বেশি। সব জিনিসের দাম বেশি। কৃষককে বাঁচাবার চাইলে ধানের দাম বৃদ্ধি করতে হবে’, বলেন আরেক চাষি মন্তব্য করেন। আরেকজন বলেন, ‘সারের দাম কম হলে মানুষ খেয়ে বাঁচবে।’
এক আম ব্যবসায়ী বলেন, ‘বাজেটে আমাদের আমের কথা কিচ্ছু থাকে না। আমি চাইব, আম চাষিরা যেন প্রণোদনা পায়।’