এশিয়া ওয়ানের পুরস্কার পেলেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/07/15/premier_bank.jpg)
দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবালকে বাংলাদেশের ‘বেস্ট ব্যাংক চেয়ারম্যান ২০২২’ অ্যাওয়ার্ডে ভূষিত করেছে সিঙ্গাপুরভিত্তিক ম্যাগাজিন এশিয়া ওয়ান। একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে ব্যাংকিং খাতে বিশেষ অবদানের জন্য ‘বাংলাদেশের বেস্ট ব্যাংক ২০২২’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
গত সোমবার (১০ জুলাই) রাতে দুবাইয়ের ম্যারিওট মারকুইস হোটেলে ২০তম এশিয়া-আফ্রিকা বিজনেস অ্যান্ড সোশ্যাল ফোরাম শিরোনামে আয়োজিত এশিয়া ওয়ানের এবারের আসরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বেস্ট ব্যাংক চেয়ারম্যান অ্যাওয়ার্ড নেন ডা. এইচ বি এম ইকবাল। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মইন ইকবাল এ সময় ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশের বেস্ট ব্যাংক পদক গ্রহণ করেন।
এ সময় এইচ বি এম ইকবাল বলেন, ‘আজকে এশিয়া ওয়ান কমিটি যে অমূল্য সম্মাননা প্রদান করেছে, তাতে আমি অনুপ্রাণিত ও কৃতজ্ঞ। আমরা সেবায় প্রথম এই মূলমন্ত্রে বিশ্বাস করি এবং এজন্য প্রতিনিয়ত আমাদের গ্রাহকদের নীতিগতভাবে সর্বোত্তম সেবা দিয়ে যাচ্ছি। দেশের জন্য এই অর্জিত সম্মানের মূল কৃতিত্ব প্রিমিয়ার ব্যাংকের সব গ্রাহক, পৃষ্ঠপোষক, শুভাকাঙ্ক্ষী, গণমাধ্যম ও সর্বোপরি আমার প্রতিষ্ঠানের সব নির্বাহী এবং কর্মকর্তাদের।’