এনসিসি ব্যাংকের বান্দরবান উপশাখার উদ্বোধন
এনসিসি ব্যাংক পিএলসির বান্দরবান উপশাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম. শামসুল আরেফিন প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।
ব্যাংকের এসইভিপি ও কোম্পানী সচিব মো. মনিরুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ফ্রেন্ডস্ ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. নাসিরুল আলম, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের প্রধান আঞ্চলিক ব্যবস্থাপক আনোয়ার হোসেন এবং এনসিসি ব্যাংকের ইভিপি ও মার্কেটিং অ্যান্ড ব্রাঞ্চেস বিভাগ প্রধান মোহাম্মদ রিদওয়ানুল হক এবং ইভিপি ও আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক আলী তারেক পারভেজসহ চট্টগ্রাম অঞ্চলের অন্যান্য শাখার ব্যবস্থাপকরা এবং স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম. শামসুল আরেফিন বলেন, বর্তমান এই প্রতিযোগিতামূলক ব্যাংকিং ব্যবসায় এনসিসি ব্যাংক গ্রাহকদের বার্ধিত চাহিদা পূরণের লক্ষ্যে এর শাখা ও উপশাখার বিস্তৃতি ঘটিয়ে চলেছে। এরই ধারাবাহিকতায় কৃষি, কুটির শিল্প আর পর্যটনের অপার সম্ভাবনাময় খাতকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবার জন্য সবুজ পাহাড়ে ঘেরা বান্দরবানে উপ—শাখার কার্যক্রম শুরু করেছে। ওই এলাকার প্রত্যন্ত অঞ্চলের কৃষি, অবকাঠামো এবং ক্ষুদ্রব্যবসার উন্নয়নে এনসিসি ব্যাংকের উপ শাখাটি প্রত্যাশিত ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসইভিপি ও কোম্পানি সচিব মো. মনিরুল আলম এনসিসি ব্যাংকের বান্দরবান উপশাখার উদ্বোধনী কার্যক্রমকে উপস্থিত গ্রাহকসহ একালার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গকে স্বাগত জানান এবং এলাকার বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষদের এনসিসি ব্যাংকের এই উপশাখায় ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।