দুই ব্যাংকের কার্ডে বিদেশে নগদ অর্থ উত্তোলন বন্ধ
ব্র্যাক ব্যাংকের পর এবার দেশের বাইরে কার্ড দিয়ে নগদ বৈদেশিক মুদ্রা উত্তোলন বন্ধ করল ইস্টার্ন ব্যাংক পিএলসি। তবে কার্ডের মাধ্যমে পণ্য ও সেবা ক্রয় করতে পারবেন এই দুই ব্যাংকের গ্রাহকেরা।
ব্যাংক সূত্রে জানা গেছে, দেশি ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ডে বিদেশে অর্থ খরচের পরিমাণ দিন দিন বাড়ছে। এই বৈদেশিক নগদ অর্থ সরবরাহ নিয়ে চাপে রয়েছে দেশের বেসরকারি ব্যাংকগুলো।
সূত্র জানায়, আজ সোমবার (১ জানুয়ারি) থেকে কার্ডে দেশের বাইরে নগদ অর্থ তোলা বন্ধ করেছে ইস্টার্ন ব্যাংক। এর আগে গত ২৪ ডিসেম্বর ব্র্যাক ব্যাংক বিদেশে কার্ডের মাধ্যমে অস্বাভাবিক হারে নগদ অর্থ উত্তোলন হচ্ছে জানিয়ে, তারা এটিএম বুথ থেকে নগদ অর্থ তোলা বন্ধ করার ঘোষণা দেয়।
সম্প্রতি এক খুদে বার্তায় ইবিএল জানায়, প্রিয় গ্রাহক ১ জানুয়ারি ২০২৪ থেকে ইবিএলের ডেবিট কার্ড দিয়ে দেশের বাইরে সব ধরনের নগদ অর্থ তোলা স্থগিত করা হয়েছে। আপনার ভ্রমণ কোটার অর্থের মধ্যে পিওএস এবং ই-কমার্সের মাধ্যমে যেকোনো বৈধ কেনাকাটা করতে পারবেন।
এ প্রসঙ্গে ইবিএলের জনসংযোগ বিভাগের প্রধান জিয়াউল করিম আজ সোমবার এনটিভি অনলাইনকে বলেন, ‘ডলারের ওপর চাপ কমানোর লক্ষ্যে বিদেশে কার্ডের মাধ্যমে নগদ অর্থ তোলা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইবিএল।’
ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন ইকরাম কবির ঘটনার সত্যতা স্বীকার করে আজ সোমবার বিকেলে এনটিভি অনলাইনকে বলেন, “ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গঠনকল্পে আমাদের ব্যাংকের নীতি হলো ডিজিটাল ও ইলেকট্রনিক পেমেন্টের সক্ষমতাকে উৎসাহিত করা এবং নগদ লেনদেন নিরুৎসাহিত করা। এরই পরিপ্রেক্ষিতে সম্প্রতি আমরা একটি পদক্ষেপ নিয়েছি, যেখানে বাংলাদেশের বাইরে ইলেকট্রনিক ডেবিট বা পেমেন্ট চালু থাকবে। শুধু নগদ অর্থ তোলা বন্ধ থাকবে।”
ইকরাম কবির আরও বলেন, “কয়েকবছর আগে আমরা বাংলাদেশেও ক্রেডিট কার্ডে নগদ উত্তোলন বন্ধ করেছিলাম। এগুলো ব্যাংকের নিরাপত্তা ও গ্রাহকের সুরক্ষার জন্য নেওয়া আমাদের বিভিন্ন পদক্ষেপের অংশ। আমাদের গ্রাহকরা বিদেশে মার্চেন্টদের কাছ থেকে পণ্য ও সেবা ক্রয়ের জন্য আমাদের কার্ড ব্যবহার করতে পারেন। কিন্তু সাধারণ ব্যবহারের জন্য নগদ টাকা উত্তোলন করতে পারবেন না। তবে যথাযথ ভ্রমণ নথি দেখিয়ে এবং ভ্রমণ কোটা অনুমোদন করিয়ে, যেকোনো গ্রাহক ব্র্যাক ব্যাংকের যেকোনো শাখা থেকে নগদ বিদেশি মুদ্রা সংগ্রহ করতে পারবেন। বাংলাদেশে আমাদের গ্রাহকদের সেবা দেওয়ার জন্য পর্যাপ্ত বিদেশি মুদ্রার নগদ মজুদও রয়েছে।”
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক জানান, “বিদেশের এটিএম বুথ থেকে নগদ অর্থ তোলার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কোনো চাপ নেই। আজ এনটিভি অনলাইনকে তিনি বলেন, “স্মার্ট বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এরই ধারায় নগদ লেনদেনেও নিরুৎসাহিত করছি।”
মেজবাউল হক আরও বলেন, “ইতোমধ্যে বেশকিছু ব্যাংক কার্ডে বিদেশে নগদ অর্থ উত্তোলন বন্ধ করেছে। তবে কেন বিদেশে কার্ডের মাধ্যমে নগদ অর্থ তোলা বন্ধ করছে, সেটা সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষই বলতে পারবে।”