চাল, চিনি, তেল ও খেজুরের শুল্ক কমানোর প্রজ্ঞাপন আসছে
রমজান মাস আসন্ন। এই মাসকে সামনে রেখে ভোজ্যতেল, চাল, চিনি ও খেজুরের শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এ বিষয়ে শিগগিরই (৮ ফেব্রুয়ারি আগেই) প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয় সভা শেষে প্রতিমন্ত্রী এ কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
প্রধানমন্ত্রী যে চার পণ্যের শুল্ক কমানোর নির্দেশ দিয়েছেন, সেটার প্রভাব কবে থেকে বাজারে পড়বে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আহসানুল ইসলাম টিটু বলেন, আমি বিশ্বাস করি, স্বস্তি শুরু হয়ে গেছে। কারণ আজ অথবা কালকের মধ্যেই প্রজ্ঞাপন পেয়ে যাব।
আগামী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনে আসবেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তার আগেই আমরা ট্যারিফটা পুনর্নির্ধারণ করতে পারব। প্রধানমন্ত্রী এ বিষয়ে অবহিত আছেন। তিনি আসার সঙ্গে-সঙ্গে ট্যারিফ কমিশন আমদানি ও উৎপাদনকারীদের সঙ্গে বসে যৌক্তিক মূল্য নির্ধারণ করে দেব। যেটার দ্রুত ইফেক্ট আপনারা দেখতে পাবেন।
আহসানুল ইসলাম টিটু আরও বলেন, আমাদের ট্যারিফে চারটি পণ্য হলো- ভোজ্যতেল, চিনি, খেজুর ও চাল। খাদ্যমন্ত্রী বলেছেন, চাল যেহেতু আমদানি করতে হয় না, তাই উচ্চ ট্যারিফ না দিতে। সেক্ষেত্রে খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের কোনো প্রতিবন্ধকতা থাকবে না। বিষয়টা হলো মুক্ত বাজার করে ভোক্তাদের নিরাপত্তা দেওয়া। যাতে বাজারে কখনো সরবরাহে ঘাটতি না থাকে।
এর আগে গত ২৫ জানুয়ারি ভোজ্যতেল, চিনি ও খেজুরের ওপর শুল্ক-কর কমাতে কাজ করছে বলে জানিয়েছিলেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। অবশ্য এরও আগে ২২ জানুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে পদক্ষেপের জন্য চিঠি পাঠিয়েছিল বলেও জানিয়েছিল তিনি।