প্রথমবারের মতো ১০০ বিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের বিদেশি ঋণ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/03/22/dollar.jpg)
বাংলাদেশ সরকারের বিদেশি ঋণ ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বর শেষে বিদেশি ঋণের স্থিতি ছিল ৯ হাজার ৬৫৫ কোটি মার্কিন ডলার। গতকাল বৃহস্পতিবার (২১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের দেওয়া প্রতিবেদন পর্যালোচনায় এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বরের শেষে সরকার ও বেসরকারি খাতে বিদেশি ঋণে স্থিতি ছিল ১০০ দশমিক ৬৪ বিলিয়ন বা ১০ হাজার ৬৪ কোটি ডলার, যা দেশীয় মুদ্রায় ১১ ট্রিলিয়ন বা ১১ লাখ সাত হাজার ৪০ কোটি টাকার সমান (প্রতি ডলার ১১০ টাকা ধরে। ২০২২ সালের ডিসেম্বরে বিদেশি ঋণের স্থিতি ছিল ৯ হাজার ৬৫২ কোটি ডলার। সেই হিসেবে এক বছরের ব্যবধানে বিদেশি ঋণের স্থিতি বেড়েছে ৪১২ কোটি ডলার।
প্রতিবেদনে দেখা যায়, ২০২৩ সালের সেপ্টেম্বর শেষে বিদেশি ঋণের স্থিতি ছিল ৯ হাজার ৬৫৫ কোটি ডলার। তার মানে পরের তিন মাসে চার বিলিয়ন বা ৪০৯ কোটি ডলারের বিদেশি ঋণ বেড়েছে। এই সময়ে সরকার ৪৪২ কোটি ডলারের বিদেশি ঋণ নিয়েছে। তার বিপরীতে বেসরকারি খাতে বিদেশি ঋণের স্থিতি কমেছে ৬৪ কোটি ডলারের।
এর আগে ২০২৩ সালের জুন শেষে বিদেশি ঋণের স্থিতি ছিল ৯ হাজার ৮১০ কোটি ডলার। আলোচিত বছরের জুন শেষে বিদেশি ঋণের স্থিতি ছিল ৯ হাজার ৫৭৩ কোটি ডলার।