জুয়েলারি ব্যবসা নিয়ে যা বলল বাজুস
ঐক্যবদ্ধ হলে জুয়েলারি শিল্পে বিপ্লব ঘটবে, বলেছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সহসভাপতি সমিত ঘোষ অপু। আজ শনিবার (৪ এপ্রিল) সংগঠনটির রংপুর জেলা শাখার মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে অন্যান্য নেতারাও একই মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে সমিত ঘোষ অপু বলেন, এ ব্যবসাকে আরও শক্তিশালী করতে দেশের সব জুয়েলারি ব্যবসায়ীকে বাজুসের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে আমরাও স্মার্ট জুয়েলারি ব্যবসায়ী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারব।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাজুস রংপুর জেলা শাখার সভাপতি এনামুল হক সোহেল। এ ছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন বাজুসের সহসম্পাদক মো. তাজুল ইসলাম লাভলু, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. সালাম। বাজুসের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে দেশব্যাপী সাংগঠনিক সফর করছে কেন্দ্রীয় নেতারা। এই সফরের অংশ হিসেবে আজ বগুড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বাজুসের সহসভাপতি মো. জয়নাল আবেদীন খোকন বলেন, বাজুসের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে জুয়েলারি শিল্পে বিপ্লবের মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করাসহ সোনা ব্যবসায়ীদের শক্তিশালী করতে সবাইকে বাজুসের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
আলহাজ মতলেবুর রহমান রাতুলের সভাপতিত্ব সভায় আরও উপস্থিত ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক উত্তম ঘোষ, কার্যনির্বাহী সদস্য মো. আলী হোসেন প্রমুখ।