সিনেমার বাইরে আমাদের বাস্তব জীবন থাকে না : রণবীর

এক সময় বলিউডে ‘ক্যাসানোভা’ তকমা পেয়েছিলেন রণবীর কাপুর। বি-টাউনের একাধিক প্রথম সারির অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি বার বার প্রেমের সম্পর্কের কারণে শিরোনামে এসেছেন তিনি। যদিও ২০২২ সালে অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে বিয়ে সারেন রণবীর। তার মাস কয়েকের মধ্যে তাদের জীবনে আসে কন্যা রাহা। বর্তমানে স্ত্রী ও মেয়েকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা।
আলিয়া যে ভারতীয় সিনেমার এক গুরুত্বপূর্ণ অভিনেত্রী, তা নিজেও মানেন রণবীর। বিয়ের বহু বছর আগে এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, তিনি বিয়ে করতে চান কোনো অভিনেত্রীকে। তার নেপথ্যে কারণও দেখান তিনি।
২০১১ সালে ‘রকস্টার’ সিনেমার মুক্তির সময় দীপিকা পাড়ুকোনের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন সর্বত্র ছড়িয়ে পড়ে। সেই সময় অভিনেতা জানান, বিয়ে করলে কোনো অভিনেত্রীকেই করবেন।
তার কারণ হিসেবে রণবীর বলেন, ‘‘প্রেম যে কোনও সময় হতে পারে। কিন্তু আমার কোনো অভিনেত্রীর সঙ্গে বিয়ের সম্ভাবনাই বেশি। কারণ আমি যাদের সঙ্গে দেখা করি এবং যোগাযোগ করি, সকলেই সিনেমার জগতের। সিনেমাই আমাদের জগৎ এবং অভিনেতা-অভিনেত্রীদের একে অপরের সঙ্গে বিয়ে করার এটাই অন্যতম প্রধান কারণ। সাধারণত, সিনেমার বাইরে আমাদের বাস্তব জীবন থাকে না।’’