আট ধাপে কমে ছয় দফায় বেড়ে কত দাঁড়াল স্বর্ণের দাম?
দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ল। অষ্টম দফায় কমার পর মূল্যবান এই ধাতুটির দাম সর্বশেষ টানা ছয় দফায় বাড়ল। এই ছয় দফায় ভালো মান বা ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম বাড়ল ১০ হাজার ৩৮০ টাকা। এর আগে টানা আট দফায় ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম কমেছিল ১০ হাজার ২৬৫ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, দফায় দফায় দাম বেড়ে গত ২১ এপ্রিল ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম দাঁড়িয়েছিল এক লাখ ১৯ হাজার ৪২৮ টাকাতে। এরপর গত ২৩ এপ্রিল থেকে স্বর্ণের দাম কমতে শুরু করে। সেদিন বিকেল থেকে ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম তিন হাজার ১৩৮ টাকা কমে দাম হয়েছিল এক লাখ ১৬ হাজার ২৯০ টাকা। পরে আরও টানা সাত দফায় স্বর্ণের দাম কমে। যাতে গত ২ মে ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম দাঁড়িয়েছিল এক লাখ ৯ হাজার ৪১ টাকা। এরপর স্বর্ণে দাম কমায় ছন্দপতন ঘটে। এতে ঘুরে দাঁড়িয়ে স্বর্ণের দাম ফের বাড়তে থাকে। সর্বশেষ টানা ছয় দফায় ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম বাড়ল ১০ হাজার ৩৮০ টাকা।
বাজুসের সর্বশেষ ঘোষণা অনুসারে, আজ সোমবার ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ১৯ হাজার ৫৪৪ টাকায় বেচাকেনা হয়েছে। পাশাপাশি ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম ১ লাখ ১৪ হাজার ১০৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯৭ হাজার ৮০৩ টাকা এবং সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণ ৮০ হাজার ৮৬৭ টাকায় বেচাকেনা হয়েছে। যা গতকাল রোববার (১৮ মে) ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ১৮ হাজার ৪৬০ টাকায় বেচাকেনা হয়েছিল। পাশাপাশি ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম ১ লাখ ১৩ হাজার ৮২ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯৬ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণ ৮০ হাজার ১৩২ টাকায় বেচাকেনা হয়েছে।
অপরদিকে, আজ সোমবার ২২ ক্যারেটের গ্রামপ্রতি স্বর্ণ বেচাকেনা হয়েছে ১০ হাজার ২৪৯ টাকায়। পাশাপাশি ২১ ক্যারেটের গ্রামপ্রতি স্বর্ণ ৯ হাজার ৭৮৩ টাকা এবং ১৮ ক্যারেটের গ্রামপ্রতি আট হাজার ৩৮৫ টাকায় বেচাকেনা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির গ্রামপ্রতি স্বর্ণের বেচাকেনা হয়েছে ছয় হাজার ৯৩৩ টাকায়। গতকাল রোববার ২২ ক্যারেটের গ্রামপ্রতি স্বর্ণ বেচাকেনা হয়েছিল ১০ হাজার ১৫৬ টাকায়। একই সাথে ২১ ক্যারেটের গ্রামপ্রতি স্বর্ণ ৯ হাজার ৬৯৫ টাকা এবং ১৮ ক্যারেটের গ্রামপ্রতি আট হাজার ৩০৯ টাকায় বেচাকেনা হয়েছিল। এছাড়া সনাতন পদ্ধতির গ্রামপ্রতি স্বর্ণের বেচাকেনা হয়েছিল ছয় হাজার ৮৭০ টাকা।