আমির জানালেন ৬ সিনেমা নিয়ে কাজ করছেন তিনি

অভিনয়দক্ষতা আর কঠোর পরিশ্রমে ‘মিস্টার পারফেকশনিস্ট’ তকমা জুটেছে সুপারস্টার আমির খানের নামের সঙ্গে। বলিউডে প্রথম ১০০ কোটি আয় করা সিনেমার মালিক এই ‘গজিনি’ তারকা। আমির খানের ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’ দেখে যেমন মানুষ হেসেছে; তেমনি রোমাঞ্চিত হয়েছে ‘ধুম থ্রি’, ‘দঙ্গল’ দেখে।
অভিনয়ে যেন জীবন দান করেন আমির খান। দর্শকহৃদয় টের পায় বাস্তবতার অনুভব। রিলকে রিয়েল করে তুলতে পারার দক্ষতাই তাঁকে এই উচ্চাসন দিয়েছে। যে প্রকল্পেই তিনি চুক্তিবদ্ধ হন না কেন, তা হবে নিখুঁত—পারফেক্ট। আর সবাই জানেন, আমির খানের নতুন সিনেমা মানেই বক্স অফিসে সুপারহিট।
তবে সাম্প্রতিক সময়ে বেশ ভালো সময় যাচ্ছে না আমিরের। বক্স অফিসে টানা একাধিকবার ব্যর্থ হয়েছেন। করোনার সময় তো ভেবেছিলেনঅভিনয় ছেড়ে দেবেন। কিন্তু পরিবারের অনুরোধেই অভিনয়ে ফিরে আসেন। তার পরেও সমস্যা। ২০২২ সালে তাঁর অভিনীত ‘লাল সিংহ চড্ডা’ সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হয়।
সাময়িক বিরতি নিয়ে ফের অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। কিন্তু রয়েছে কিছু শর্ত। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, প্রত্যাবর্তনের কথা ভেবে তিনি ছয়টি নতুন সিনেমার কাজ হাতে নিয়েছেন।
আমিরের ভাষ্য, ‘এর আগে জীবনে কোনও দিন একসঙ্গে আমি ছয়টা কাজ নিয়ে ভাবনাচিন্তা করিনি। কিন্তু মনে হয়েছিল হয়তো আমার অভিনয় জীবনের আর মাত্র ১০ বছর বাকি রয়েছে। তাই এমন সিদ্ধান্ত নিই।’
আমির একেবারে স্পষ্টই জানান, সিনেমার বাণিজ্যিক সাফল্য নিয়ে তিনি আর ভাবিত নন। আমিররে কথায়, ‘আমি এমন কোনও কাজ করবই না, যা এই নিশ্চয়তা দেবে যে সিনেমাটি মুক্তি পেলেই ১০,০০০ কোটির ব্যবসা করবে। বরং আমি সেই কাজই হাতে নেব যেটা করে আমি উজ্জীবিত হব।’