পাঁচ দিনের ব্যবধানে যত কমল স্বর্ণের দাম
দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। মূল্যবান এ ধাতুটির ভালো মান বা ২২ ক্যারেটের দাম প্রতি গ্রামে কমেছে ৯২ টাকা। ঘোষিত নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম কমে এক হাজার ৭৩ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ ১৭ হাজার ২৮২ টাকা।
আজ রোববার (৩০ জুন) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে।
এর আগে গত ২৫ জুন ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছিল এক হাজার ৪০০ টাকা। সেই সময় এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল এক লাখ ১৮ হাজার ৩৫৫ টাকা।