পোশাক শ্রমিকদের আইডি কার্ডই হবে কারফিউ পাস
টানা তিন দিন বন্ধ থাকার পর অফিস, আদালত ও ব্যাংক খোলার পাশাপাশি স্বাভাবিক হতে শুরু করেছে রপ্তানিমুখী তৈরিপোশাক খাত। আজ বুধবার (২৪ জুলাই) থেকে সব পোশাক কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ অবস্থায় কারফিউতে চলাচলের জন্য শ্রমিকদের আইডি কার্ডই হবে কারফিউ পাস।
গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বরাতে এ তথ্য জানা গেছে। এছাড়া, মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
বিজিএমইএ জানায়, কারফিউকালীন সময়ে চলাচলের জন্য শ্রমিকদের আইডি কার্ডই কারফিউ পাস হিসেবে গণ্য হবে। স্বাভাবিক সময়ের মতোই চলবে সব কারখানা। ঢাকা ও এর আশপাশের সব গার্মেন্টসের নিরাপত্তা নিশ্চিতে শিল্পপুলিশের বিশেষ ইউনিটসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করবেন।
দেশব্যাপী চলমান কারফিউ নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার বিকেলে মন্ত্রী বলেন, আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার (২৪ ও ২৫ জুলাই) ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ চলবে। তবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। বাকি জেলাগুলোতে কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন
এর আগে, কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে গত রোববার ও সোমবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে তা বাড়িয়ে মঙ্গলবারও ছুটি ঘোষণা করা হয়।