বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
বাংলাদেশ ব্যাংকের গভর্নর, চার ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানের পদত্যাগ দাবি করে মিছিল করেছেন ব্যাংকটির বিক্ষুব্ধ কর্মকর্তা ও কর্মচারীরা। আজ বুধবার (৭ আগস্ট) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে এ বিক্ষোভ হয়।
বিক্ষোভের একপর্যায়ে ব্যাংকটির গভর্নরের ফ্লোরে ঢুকে পড়েন কর্মকর্তা-কর্মচারীরা। পরে অবস্থা বেগতিক দেখে ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান পদত্যাগ করেছেন।
বিক্ষুব্ধরা পরে ডেপুটি গভর্নর নুরুন নাহারের কক্ষে যান। ডেপুটি গভর্নর নুরুন নাহার জানান, তিনি কার্যালয় ত্যাগ করছেন। তিনি শিগগিরই পদত্যাগ করবেন বলে আশ্বাস দিয়েছেন।
বাকি দুই ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলম ও মো. হাবিবুর রহমানের কার্যালয়ে তাদের পাওয়া যায়নি।
তারা দুজনে আর অফিসে আসবেন না বলে জানা গেছে। একইভাবে ব্যাংকের উপদেষ্টা আবু ফরাহ মো. নাসের ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মাসুদ বিশ্বাসও আর ব্যাংকে আসবেন না বলে গুঞ্জন চাউর হয়েছে।