অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ
কর্মকর্তা-কর্মচারীদের চাপের মুখে অগ্রণী ব্যাংক পিএলসির চেয়ারম্যানের পদ ছেড়েছেন ড. জায়েদ বখত। গত ২৫ আগস্ট পদত্যাগ করেন তিনি। আজ রোববার (১ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিসের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অগ্রণী ব্যাংক পিএলসির পরিচালক ও চেয়ারম্যান ড. জায়েদ বখত গত ১৫ আগস্ট আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র দাখিল করেছেন। তাঁর পদত্যাগপত্র সরকার কর্তৃক গ্রহীত হয়েছে। এবিষয়ে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর বিধান মোতাবেক প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এদিক অগ্রণী ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান হিসেবে ড. জায়েদ বখত তিন মেয়াদে দায়িত্ব পালন করেছেন। ২০২০ সালে সর্বশেষ তিন বছরের জন্য নিয়োগ পান তিনি। এর আগে ২০১৭ সালের ৪ ডিসেম্বর দ্বিতীয় মেয়াদে তিন বছরের জন্য তাকে নিয়োগ দেয় সরকার। ২০১৪ সালের ১৮ নভেম্বর প্রথমবার তিন বছরের জন্য অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান পদে তিনি নিয়োগ পান। এর আগে ২০১২ সালের ১৯ ডিসেম্বর সোনালী ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন ড. জায়েদ বখত।