মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক
চেয়ারম্যান পরিবর্তন করেছে মার্কেন্টাইল ব্যাংক। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উদ্যোক্তা পরিচালক মো. আনোয়ারুল হক। এর আগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোরশেদ আলম ব্যাংকটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। গতকাল রোববার ( ১ সেপ্টেম্বর) ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৪৮তম সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে ব্যাংকের ভাইস চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন আনোয়ারুল হক। এ ছাড়া লিভিং প্লাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি। মার্কেন্টাইল ব্যাংক ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। ব্যাংকটির অন্যতম প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবদুল জলিল। দীর্ঘদিন তিনি ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন।