অফিসে না থাকার ব্যাখ্যা কক্ষের দরজায় দৃশ্যমান থাকতে হবে
কোনো আয়কর কর্মকর্তা অন্য কাজে গেলে নিজ দপ্তরের কক্ষের সামনে অনুপস্থিত থাকার বিষয়টি দৃশ্যমান স্থানে (যেমন, দরজা) কাগজে লিখে প্রদর্শন করতে হবে। এমনকি ছুটিতে থাকলেও নোটিশ আকারে লিখে রাখতে হবে।
গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর কর্মকর্তাদের উপস্থিতি নিয়ে এক নির্দেশনা আয়কর বিভাগ এ সংক্রান্ত আদেশ দিয়েছে। এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদ এ আদেশ দেন।
এনবিআরের আদেশে বলা হয়, সব আয়কর কর্মকর্তা-কর্মচারী সকাল নয়টার আগে কর্মস্থলে উপস্থিত থাকবেন এবং সকাল নয়টা থেকে কাজ শুরু করবেন। কোনো কর্মকর্তা একাধিক দায়িত্বে নিয়োজিত থাকলে তিনি কোথায় আছেন, তা কার্যালয়ের দৃশ্যমান স্থানে কাগজে নোটিশ আকারে লিপিবদ্ধ করে রাখতে হবে। কর কমিশনার ও অধিদপ্তরের মহাপরিচালকেরা তাঁদের অধীন কার্যালয়গুলোতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির বিষয়টি নজরদারিতে রাখবেন এবং প্রয়োজনে বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন। এ ছাড়া কর কর্মকর্তা ও কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে যথাসময়ে এসে কাজ করছেন কি না, তাও নজরদারিতে রাখা হবে। কোনো কর্মকর্তা ছুটিতে থাকলে বা বৈঠক বা অন্য কোনো কারণে কার্যালয়ের বাইরে থাকলে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি লিপিবদ্ধ করে দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে।