প্রিমিয়ার ব্যাংক সাথে লর্ডস-ইংলিশ স্কুলের চুক্তি
দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও লর্ডস-ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয় ইকবাল সেন্টারে চুক্তিপত্রে এ স্বাক্ষর হয়।
এই চুক্তির অধীনে প্রিমিয়ার ব্যাংকের সব কর্মকর্তা এবং গ্রাহকদের সন্তানদের স্কুল ভর্তি ফি, সিকিউরিটি ডিপোজিট এবং প্রশাসনিক খরচ শতভাগ মওকুফ করা সহ মাসিক টিউশন ফিতেও বিশেষ ছাড় দিবে লর্ডস স্কুল। ব্যাংকের এসইভিপি ও কনজ্যুমার ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ শামীম মোর্শেদ এবং লর্ডস-ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ সিফাত লাইলা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি ও করপোরেট লায়াবিলিটি বিভাগের প্রধান আব্দুল বাতিন চৌধুরী, ইভিপি ও ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশনস বিভাগ প্রধান মো. তারেক উদ্দিন, ইভিপি ও আইটি বিভাগ প্রধান মো. সাব্বির হাসান চৌধুরী এবং লর্ডস স্কুলের রুমানা আক্তার সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা।